ইয়াবা, এটি একটি জনপ্রিয় নাম বর্তমান সমাজের তরুণ - তরুণীদের নিকট। তারা মনে করে পৃথিবীর সব সুখ এই ইয়াবাতে আছে। এটি সেবন করলে তারা মনে করে তারা পৃথিবীর সমস্ত সুখ পেয়ে গেছে। আসলে কী তা ঠিক যা তারা মনে করে? না তা ঠিক নয়। কারণ, এই সুখ ক্ষণকালের জন্য। এই মরণ ব্যাধি টেবলেট তাদের নিয়া যাচ্ছে ধ্বংসের পথে। তারা চোখ মেলে দেখছে না তারা কিসে ঢলে পরছে। খানিক খনের সুখের জন্য তারা ভুলে যাচ্ছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং টেনে আসছে কালো আধার, যে আধারে শুধু তারাই থাকবে না থাকবে তাদের পরিবার। আমরা কী একবারও ভেবেছি আমাদের পরিবারের কথা? না ভাবি নি। আর ভাবতেও চাই নি।
ভেবেই বা কী হবে, তারা তো আর টাকা দিবে না। কিন্তু না আমাদের ভাবতে হবে আমাদের পরিবার আছে আব্বু আছে, আম্মু আছে, ছোট বোন আছে। আমাকে বাচতে হবে তাদের জন্য তাদের সুখের জন্য।
যাই হক এই সব বলে - লিখে কত টুকু মানুষদের বুঝাতে পারব আমি জানি না। কিন্তু আমি মনে করি, এই মরন ব্যাধি টেবলেট সেবন করলে কী কী সমস্যা হতে পারে তা সবাইকে জানানো আমার কাছে গুরুত্ব পুর্ন মনে হয়। কারন ইয়াবা সত্যিই কত টুকু সুখ দেয়ে ভবিষ্যৎ এ বর্তমান তরুণ - তরুণীদের তা জানিয়ে রাখা।
ইয়াবা সেবন কারি ভবিষ্যৎ এ কী কী উপহার পাবে এই ইয়াবার (বাবা) কাছ থেকে তা নিচে আলোচিত করা হলো :
(১) এটি মস্তিষ্ক, হূদযন্ত্র এবং শরীরের যে কোনো অঙ্গকেই আক্রান্ত করতে পারে এবং ধীরে ধীরে অকেজো করে দেয় ।
(২) একটি সুন্দর দেহ, মন ও মানসিকতাকে ধ্বংস করে দেয়। গড়ে উঠে ভয়াবহ এক মানুষ রুপে।
(৩) মাঝে মাঝে ইয়াবার সঙ্গে ক্যাফেইন বা হেরোইন মেশানো হয়, যা আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
(৪) ইয়াবা আসক্তির কারণে মস্তিষ্কের বিকৃতি হতে পারে।
(৫) শরীর নিস্তেজ হয়ে পড়তে থাকে, মেজাজ খিটখিটে হয়ে যায়।
(৬) যৌন শক্তি হ্রাস পায়।
(৭) রক্ত চাপ দেখা দেয়ে।
এত কিছু যানার পরও কেনো মানুষ ইয়াবা নেয় আমি জানি না। সব শেষে একটাই কথা বলব নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচার জন্য হাত বাড়িয়ে দিন। আমার এই টুকুই বলার আছে নিজের আগে নিজের পরিবারের কথা ভাব। কিসে তাদের সুখ তা দেখ। নিজেকে গড়ে তুলো নিজেদের জন্য, অন্যের জন্য নায়। কারন তোমার আপন জন এর সুখ তোমারি কাছে।
"আমরা বাঁচলেই তো আগামী প্রজন্ম বাঁঁচবে। "
Comments
Post a Comment